
এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না সাবেক ভারতীয় ওপেনার
দারুণ ছন্দে আছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সর্বশেষ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০–তে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে। ডাচদের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশকে যদি খুব বেশ কৃতিত্ব না দিতে চান, তাহলে বলে রাখতে হচ্ছে এই সিরিজের আগে বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
এমন ছন্দে থাকা বাংলাদেশের পরের মিশন টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, ছন্দ বাংলাদেশের পক্ষে থাকলেও এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারে।
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। একই গ্রুপে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপে চার দল থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে। চোপড়া মনে করেন, ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ নয়, সুপার ফোরে যাওয়ার জন্য ফেবারিট আফগানিস্তান ও শ্রীলঙ্কা। নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনায় এমন মতামত দিয়েছেন চোপড়া।