১৯: ৩৩
ডটের পর ডট খেলে আউট হৃদয়
তাওহিদ হৃদয়কে দেখে এক মুহূর্তের জন্য আত্মবিশ্বাসী মনে হয়নি। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না। শেষ পর্যন্ত বড় শট খেলতে গিয়েই তাঁর মন্থর ইনিংস থেমে গেল। টিম প্রিঙ্গলের বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফিরলেন হৃদয়। করতে পারলেন মাত্র ৯ রান। তাঁর ১৪ বলের ইনিংসে ৮টিই ডট।
১৯: ২৮
সাকিবকে ছাড়িয়ে গেলেন লিটন
ড্যানিয়েল ডোরামের বলে ছক্কা মেরেছেন ফিফটি পূরণ করলেন লিটন দাস, ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ১৪টি ফিফটি লিটনের, সাকিবের হাফ সেঞ্চুরি ১৩টি।
১৯: ১৯
পাওয়ারপ্লেতে বাংলাদেশের দাপট
বাংলাদেশ: ৬ ওভারে ৬৭/১
ফ্লাডলাইটের সমস্যা ও বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকায় পাওয়ারপ্লে শেষ হতে লাগল প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। প্রথম ৬ ওভারে বেশ দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে অধিনায়ক লিটন দাস। তিনি ২২ বলে ৪৫ রানে অপরাজিত আছেন। সাইফ আউট হওয়ার পর লিটনকে সঙ্গ দিচ্ছেন হৃদয় (৬*)।
১৯: ১৫
খেলা শুরু, ওভার কাটা হয়নি
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। বৃষ্টি থামার পর খেলা শুরু হলো সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। ৩৫ মিনিট নষ্ট হলেও ওভার কাটা হয়নি।