আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। আগামী ২ ডিসেম্বর পর্দা উঠবে আসছে আসরের। উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের দল ও বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ ডেজার্ট ভাইপার্স।
দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আগেই আইপিএল, পিএসএল ও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা মুস্তাফিজের সামনে এবারই প্রথম সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে খেলার হাতছানি।
গত সপ্তাহে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দেয় শিরোপাধারীরা। তবে একই সময়ে হতে পারে বিপিএল। তাই আইএল টি-টোয়েন্টিতে দল পেলেও, সেখানে বাঁহাতি এই পেসারের খেলা নিশ্চিত নয়।