দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ১৮:৫০

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তিনটি সন্তানই এসেছেন ভিন্ন ভিন্ন পথে—প্রথম কন্যাসন্তান দত্তক, পরের যমজ সন্তানের মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। 


কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন নিজে সন্তান ধারণ করলেন না সানি? সেই উত্তরই দিলেন সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে।


পডকাস্টের শুরুতেই সোহা বলেন, “আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব।” 


এ সময় সানি জানান, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই ২০১৭ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে দত্তক নেন কন্যা নিশাকে। পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও