উপসচিব পদে সরকার যোগে ২৬৮ জনকে কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার পর তথ্য (সাধারণ) ক্যাডারের কর্মকর্তারা ‘হতাশার’ কথা বলেছেন।
তাদের এ হতাশার কারণ তুলে ধরে একাধিক কর্মকর্তা বলেছেন, এ ক্যাডারের ১৩ জন আবেদন করলেও পদোন্নতি হয়েছে দুইজনের।
তারা বলছেন, আবেদনকারীদের মধ্যে জ্যেষ্ঠ চারজনকে ‘পাশ কাটিয়ে পিছিয়ে থাকা’ ২৭তম ব্যাচের ওই দুইজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।