You have reached your daily news limit

Please log in to continue


‘হেরে যেতেই পারি’—নেদারল্যান্ডস সিরিজ নিয়ে লিটন

মিনিট দশেকের সংবাদ সম্মেলনে এশিয়া কাপের প্রস্তুতির প্রসঙ্গটিই ঘুরেফিরে এল বারবার। তা না এসে উপায়ই–বা কী—নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা তো হচ্ছে বড় টুর্নামেন্টের আগে যতটা সম্ভব সেরা প্রস্তুতির জন্যই। এ বাস্তবতা কারও অজানাও নয়।

কিন্তু একই সঙ্গে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলায় একটা ঝুঁকিও থাকে। জিতে গেলে তেমন কৃতিত্ব নেই, হেরে গেলে বিদ্ধ হতে হবে সমালোচনার তিরে—তুলনামূলক খর্বশক্তির দলগুলোর বিপক্ষে খেললে যে চ্যালেঞ্জ থাকে অবধারিতভাবেই। এশিয়া কাপের আগে ডাচদের কাছে হেরে যাওয়া তাই হতে পারে বিরাট একটা মানসিক ধাক্কাও। তবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস আগেভাগেই সতর্ক।

আজ সিলেটে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই। আমরা সব সময় খেলি জেতার জন্য। অতীতে বা ভবিষ্যতেও যতগুলো ম্যাচ খেলব, সব জেতার জন্যই। বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে, নতুন কিছু নয়। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি।’

দুই দলের মধ্যে একটিকে হারতে হবে, সব ম্যাচেই এটা জানা কথা। প্রতিপক্ষের জন্য সমীহ রেখেই লিটনের মূল চাওয়া আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা। আগের ৫ দেখায় ৪ জয় থাকলেও বাংলাদেশ অধিনায়ক তাই উইকেটের কারণে কিছুটা সতর্কই, ‘হয়তো নেদারল্যান্ডস এই কন্ডিশনে খুব একটা খেলে না, কিন্তু যদি ভালো উইকেটে খেলা হয়—তারা ভালো উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত। তাই চ্যালেঞ্জ থাকবেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন