বাংলাদেশের বিপক্ষে আরেকটি সেঞ্চুরিতে হৃদয়-গিলের পাশে ফায়সাল
যুব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নামলেই সেঞ্চুরি করছেন ফায়সাল খান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে আবার তিনি পেয়েছেন তিন অঙ্কের দেখা। তাতে দারুণ একটি অর্জন ধরা দিয়েছে তার হাতে। যুব ওয়ানডেতে এক দলের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন আফগানিস্তানের ব্যাটসম্যান।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ৯৪ বলে ১০৩ রান করেন ফায়সাল। তার ইনিংস গড়া চারটি ছক্কা ও আটটি চারে।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ চার ম্যাচে এটি ফায়সালের তৃতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে ৬ ইনিংসে তিন সেঞ্চুরি ও এক ফিফটিতে ৬৮.১৬ গড়ে করেছেন ৪০৯ রান। সর্বোচ্চ ১১২। অন্য সেঞ্চুরিতে করেন ঠিক ১০০ রান।
যুব ওয়ানডেতে কোনো দেশের বিপক্ষে কারও সর্বোচ্চ সেঞ্চুরি তিনটিই।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ইনিংসে এই কীর্তি গড়েন তাওহিদ হৃদয়, ইংল্যান্ডের বিপক্ষে আট ইনিংসে শুবমান গিল। ভারতের বিপক্ষে তিন সেঞ্চুরি করেন পাকিস্তানের সামি আসলাম ৬ ইনিংসে।
চতুর্থ ওভারের শেষ বলে আফগানিস্তানের শুরুর জুটি ভাঙার পর ক্রিজে যান ফায়সাল। দ্বিতীয় উইকেটে উসমান সাদাতের সঙ্গে গড়েন ৬৬ রানের জুটি। পরে তৃতীয় উইকেটে উজাইরউল্লাহ নিয়াজাইয়ের সঙ্গে গড়েন ৯৩ রানের আরেকটি ভালো জুটি।