
যুক্তরাষ্ট্রে ক্যাথলিক স্কুলে গুলিতে ২ শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের এক ক্যাথলিক স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। আহতদের মধ্যে ১৪ শিশু ও গির্জার তিন প্রবীণ কর্মী আছেন।
আজ বৃহস্পতিবার সিএনএন এই তথ্য জানিয়েছে বলেছে, বন্দুকধারী গির্জার জানালা দিয়ে গুলি ছুড়ে।
এতে আরও বলা হয়, অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের প্রথম সপ্তাহে এই মর্মান্তিক ঘটনা ঘটল।
বন্ধুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। তিনি সমাজমাধ্যম ইউটিউবে 'ইশতেহার' পোস্ট করেছিলেন। তা পরে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সেই ইশতেহারের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
বিবিসি জানিয়েছে, নিজের ছোড়া গুলিতে আহত হয়ে পরে প্রাণ হারান রবিন।