
রাকসু নির্বাচন: বার বার তফসিল বদল, কতদূর এগোল প্রস্তুতি?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩১
তফসিল ঘোষণা করে বার বার পিছিয়ে দেওয়ায় সাড়ে তিন দশক পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যেও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। কতদূর এগোল তাদের প্রস্তুতি?
চারবার তফসিল পরিবর্তনের পর সবশেষ বুধবার ভোটগ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর নতুন তারিখ দেওয়া হয়েছে।
এদিন দুপুরে প্রথমে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। দিনটি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মহাষষ্ঠী হওয়ায় তা নিয়ে শুরু হয় সমালোচনা।
এমন একটি দিনে ভোটের তারিখ নির্ধারণ করায় অনেক শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ক্ষোভ প্রকাশ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। কেউ কেউ এর মধ্যে ‘ষড়যন্ত্র’ও দেখতে পান।
ফলে ভোটগ্রহণের জন্য নতুন তারিখ ঘোষণার দাবি ও ক্ষোভের মধ্যে নয় ঘণ্টার ব্যবধানে ফের তারিখ পরিবর্তন করে নির্বাচন কমিশন।