‘নাথিং’ ফোনে কী আছে, দাম কত

প্রথম আলো প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৪

বাজারে নতুন মডেলের স্মার্টফোন এলে হুমড়ি খেয়ে পড়ে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম। তেমনই এক স্মার্টফোনের ব্র্যান্ড ‘নাথিং’। শুনে মনে হবে, এই ফোনে বোধ হয় কিছুই নেই। গত দুই বছরে দেশের বাজারে আসা এই ব্র্যান্ড এখন বেশ জনপ্রিয়। কয়েক মাস আগের তুলনায় দাম কমায় এর চাহিদাও বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, এই ‘নাথিং’ ব্র্যান্ডের স্মার্টফোনের পেছনের অংশ স্বচ্ছ এবং যন্ত্রপাতি দেখা যায়। এমন অদ্ভুত নকশার কারণে এই ফোনের জনপ্রিয়তা বাড়ছে।


চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই ২০২২ সালে ‘নাথিং ফোন ওয়ান’ বাজারে আনে। মূলত নকশার জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ফোন। এর ‘গ্লিফ ম্যাট্রিক্স’ নামে নতুন ধরনের ব্যাক-লাইটিং নকশা এই ফোনের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়িয়েছে।


বাংলাদেশে নাথিং ফোনের নির্দিষ্ট কোনো পরিবেশক প্রতিষ্ঠান নেই। তবে ব্যাগেজ রুলসের আওতাসহ নানা উপায়ে বাজারে আসে। এর ফলে দামও ওঠানামা করে। অন্যদিকে আনুষ্ঠানিক পরিবেশক না থাকায় গ্রাহকেরা পড়ছেন বৈধতা ও ওয়ারেন্টির ঝুঁকিতে। তবে কিছু বিক্রয় প্রতিষ্ঠান এই স্মার্টফোনের ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও