ফিলিস্তিনি ছিটমহল গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হওয়ার ঘটনায় বিশ্ব নেতারা ও সাংবাদিক গোষ্ঠীগুলো প্রতিক্রিয়া জানিয়েছে।
সোমবারের ওই হামলায় নিহত সাংবাদিকরা বার্তা সংস্থা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরা ও অন্যান্য সংবাদ মাধ্যমের হয়ে কাজ করতেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ বলেছে, “কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে চালানো ইসরায়েলি হামলার নিন্দা জানায়। ওই হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সংবাদমাধ্যমের ওপর ইসরায়েলের অব্যাহত বেআইনি আক্রমণের জন্য দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান।”
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট বলেছে, “সিন্ডিকেট নিশ্চিত যে অত্যন্ত বিদ্বেষপূর্ণ এই অপরাধ ফিলিস্তিনি সাংবাদিকদের সরাসরি ও ইচ্ছাকৃতভাবে লক্ষ্যস্থল করার বিপজ্জনক বৃদ্ধির বিষয়টি তুলে ধরে এবং কোনো সন্দেহ ছাড়াই নিশ্চিত করে যে দখলদাররা সাংবাদিকদের আতঙ্কিত করার লক্ষ্য নিয়ে এবং পেশাদার মিশনে থাকা সাংবাদিকদের তাদের (ইসরায়েলিদের) অপরাধ বিশ্বের কাছে তুলে ধরা থেকে বিরত রাখতে মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে এক প্রকাশ্য যুদ্ধ চালাচ্ছে।”
এই হামলার ঘটনা জেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “কখন এটা ঘটেছে?
“আমি এটা জানি না। আচ্ছা, আমি এতে খুশি না। আমি এটা দেখতে চাই না। একই সঙ্গে, আমাদের এই পুরো দুঃস্বপ্নের ইতি ঘটাতে হবে।”