টি-টোয়েন্টিতে সাকিব যে পাঁচ ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি আউট করেছেন

প্রথম আলো প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৪৮

ক্যারিয়ারের প্রথম স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচটি সাকিব আল হাসান খেলেছিলেন ২০০৬ সালের ২৮ নভেম্বর। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশেরও প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সে ম্যাচের ১৬তম ওভারে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোরার শন উইলিয়ামসকে ফরহাদ রেজার ক্যাচ বানিয়ে এই সংস্করণে প্রথম উইকেটটি পেয়ে যান সাকিব।


প্রায় ১৯ বছর পর সেই সাকিব পরশু রাতে পেয়ে গেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম উইকেট। ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে মাইলফলকটা ছুঁয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


৪৫৭ ম্যাচে ৫০০ উইকেটের দেখা পাওয়া সাকিব এ পর্যন্ত আউট করেছেন ৩৪৩ জনকে। তাঁদের মধ্যে প্রথম শিকার উইলিয়ামসকে ১০ বারের দেখায় আর একবারও আউট করতে পারেননি সাকিব। সাকিব একবার আউট করেছেন এমন ব্যাটসম্যানের সংখ্যাই বেশি—উইলিয়ামসসহ ২৪৭ জন। একাধিকবার আউট করেছেন ৯৬ জনকে।


সাকিবের বাঁহাতি স্পিনে সবচেয়ে বেশিবার কাটা পড়েছেন বাংলাদেশেরই এক ব্যাটসম্যান—শামসুর রহমান। জাতীয় দলের সাবেক সতীর্থকে ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে সাতবার আউট করেছেন সাকিব। এর তিনবারই এলবিডব্লু হয়েছেন শামসুর।


সাকিবের দ্বিতীয় সর্বোচ্চ শিকারও এক জাতীয় দল সতীর্থ। লিটন দাসকে ১৮ ম্যাচে ছয়বার ফিরিয়েছেন সাকিব। এর মধ্যে দুবার স্টাম্পিংয়ের শিকার ও দুবার ফিল্ডারের হাতে ক্যাচ হয়েছেন লিটন।


সাকিব তৃতীয় সর্বোচ্চ পাঁচবার আউট করেছেন তিনজনকে। তাঁদের দুজন বিদেশি, একজন বাংলাদেশি। ৩০ ম্যাচ খেলে তামিম ইকবালকে পাঁচবার ফিরিয়েছেন। টি-টোয়েন্টিতে সাকিব সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিমে দলের বিপক্ষেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও