
‘যাদের সন্তান নেই, তাঁদের কাছে এসব হয়তো নীরস শোনাবে’
প্রথম আলো
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১২:১০
‘মাতৃত্ব অসাধারণ। মজার ব্যাপার হলো, যাঁদের সন্তান আছে, তাঁদের বোঝানোর কিছু নেই, তাঁরা নিজেরাই বুঝে নেন। আর যাঁদের সন্তান নেই, তাঁদের কাছে এসব হয়তো একেবারেই নীরস শোনাবে,’ মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে এভাবেই বলছিলেন মার্গো রবি। ১৭ অক্টোবর প্রথম সন্তানের জন্ম দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ছেলের নাম এখনো প্রকাশ্যে আনেননি মার্গো রবি–টম অ্যাকারলি দম্পতি। তবে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো কথা বলেছেন মাতৃত্ব নিয়ে।
সন্তান জন্মের পর থেকে লস অ্যাঞ্জেলেসে সময় কাটাচ্ছেন রবি। মার্গো রবির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, আগামী বছর বেশ কিছু কাজের পরিকল্পনা আছে অভিনেত্রীর; নিজেদের প্রযোজনা সংস্থা থেকেও কয়েকটি প্রকল্প আসবে। তবে এখন তিনি বিশ্রাম নিতে চান; ছেলেকে নিয়ে সময় কাটাতে চান। তিনি মাতৃত্ব উপভোগ করছেন।