
থানা থেকে মামলার কপি নিয়ে টাকার বিনিময়ে সালিশ করেন ওসির তালোই!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬
নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের হওয়া মামলা সালিশের মাধ্যমে তুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে থানার ওসি এ কে এম আজমল হুদার তালোই (বোনের শ্বশুর) মো. কামাল উদ্দিনের (৭২) বিরুদ্ধে। এমনকি সংঘটিত যেকোনো ঘটনায় মামলা হবে কি হবে না সেটাও তিনি নির্ধারণ করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতিয়া থানা এবং ডাকবাংলো সংলগ্ন সৎ ছেলে (স্ত্রীর আগের সংসারের ছেলে) মেজর মো. ফয়সাল বিন মির্জার বাসভবন ‘ক্যাসকেড ব্লু’তে বসবাস করেন মো. কামাল উদ্দিন। তিনি থানায় দায়ের হওয়া বেশিরভাগ অভিযোগ এ বাড়িতে বসে টাকার বিনিময়ে বাদী-বিবাদীর স্বাক্ষরযুক্ত খালি স্ট্যাম্প জমা নিয়ে সালিশ করেন। কেউ তার প্রস্তাবে রাজি না হলে মিথ্যা মামলায় হয়রানির ভয় দেখান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি
- সালিশ