You have reached your daily news limit

Please log in to continue


অসমাপ্ত কাজগুলো শুরু করেছি: বেবী নাজনীন

‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারারাত ছিল স্বপনেরো রাত’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেলোরে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’সহ অনেক শ্রোতাপ্রিয় গান গেয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে সংগীত পরিবেশন করে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তিনি। আজ (২৩ আগস্ট) এ জনপ্রিয় শিল্পীর জন্মদিন।

গানে গেয়ে ‘ব্ল্যাক ডায়মন্ড’ উপাধি পাওয়া এ শিল্পী রাজনৈতিক অঙ্গনেও সরব রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) করার কারণে তিনি দীর্ঘদিন দেশেও থাকতে পারেননি। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দেশে ফিরেছেন। তিনি দেশের মাটিতে এসে আবারও তার কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের পর জাগো নিউজের সঙ্গে এবারের জন্মদিনের আয়োজন সম্পর্কে বেবী নাজনীন বলেন, ‘এখন ঘটা করে জন্মদিন পালনের কোনো মানসিকতা নেই। পরিবার, সহকর্মী এবং বন্ধুদের শুভেচ্ছা গ্রহণেই দিন পার হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তরা। এসব এখন বড় প্রাপ্তি।’

দীর্ঘদিন ধরে বেবী নাজনীনের নতুন কোনো গান শ্রোতারা পাচ্ছেন না। ‘আপনার নতুন গান কবে আসবে?’ জানতে চাইলে এ শিল্পী জানান, আওয়ামী আমলে দীর্ঘ ১৫ থেকে ৬ বছর তিনি বাংলাদেশে থাকতে পারেননি। তাই নতুন গান গাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। দেশে কাজ করতে গিয়ে তিনি সে সময়ে পদে পদে বাঁধাগ্রস্ত হয়েছেন। এখন নতুন করে আবারও আপন ভুবনে ফিরবেন তিনি।

বেবী নাজনীন আরও বলেন, ‘টেলিভিশন, মঞ্চ এই দুই মাধ্যম একজন শিল্পীর গানের প্রধান মাধ্যম। অথচ আমাকে এই দুই মাধ্যম থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে অনেক গানের কাজ শুরু করেও শেষ করতে পারিনি। তবে আনন্দের কথা হচ্ছে অসমাপ্ত কাজগুলো আবার শুরু করেছি। শিগরিই আমার নতুন গান পাবেন শ্রোতারা। আগের মতোই গানের ভুবনে আমি নিয়মিত হবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন