
সাড়ে পাঁচ কোটির বেশি ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, বর্তমানে বৈধ ভিসাধারী ৫ কোটি ৫০ লাখের বেশি বিদেশির রেকর্ড খতিয়ে দেখছে তারা। এ প্রক্রিয়ায় বৈধ ভিসা থাকার পরও অনেক বিদেশি যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন।
ভিসাধারীরা অভিবাসন আইন ভঙ্গ করেছেন কিনা, ভিসার শর্ত লঙ্ঘন করেছেন কিনা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিনা, জননিরাপত্তায় হুমকি কিনা কিংবা সন্ত্রাসবাদে জড়িত কিনা—এসব বিষয়ই যাচাই করা দেখা হচ্ছে।
এর ভিত্তিতেই ভিসাধারীদের ভিসা বাতিল এবং তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের সিদ্ধান্ত নেওয়া হবে।
এনডিটিভি জানায়, বার্তা সংস্থা এপির এক প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, সব ভিসাধারীকে "নিয়মিত নজরদারির" আওতায় রাখা হয়। কেউ ভিসার নিয়ম ভেঙেছে এমন লক্ষণ দেখা গেলে বা ভিসার যোগ্য নন এমনটি খুঁজে পাওয়া গেলে, তার ভিসা বাতিল করা হবে। আর সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে তাকে বিতাড়ন করা হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে আছে: ভিসার মেয়াদ পেরোনোর পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, অপরাধমূলক কার্যকলাপ, জননিরাপত্তায় হুমকি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা কোনও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতা করা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভিসাধারী
- ডোনাল্ড ট্রাম্প