
ফোন কেড়ে নিলেন মা–বাবা, পাবজি গেম খেলতে না পেরে ছাত্রের আত্মহত্যা
প্রথম আলো
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ২২:০৪
ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলায় গতকাল বৃহস্পতিবার দশম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। কারণ, মা–বাবা তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়েছিলেন। ওই মুঠোফোনে ছাত্রটি জনপ্রিয় অনলাইন গেম ‘পাবজি’ খেলত।
সরকারি কর্মকর্তারা জানান, ওই স্কুলছাত্রের নাম বেটি রিশেন্দ্র। সে দিনে ১০ ঘণ্টার বেশি সময় পাবজি গেম খেলত। এমনকি মাঝেমধ্যে সে স্কুলেও যেতে চাইত না। কারণ, পড়াশোনার কারণে নাকি পাবজি খেলার সময় পেত না।
ওই ছাত্রের মা–বাবা জানান, তাঁকে কাউন্সেলিংয়ের জন্য মনোবিদ ও স্নায়ু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তবু তার জেদ কমেনি। এমনকি চিকিৎসককেও হুমকি দিয়েছিল।
শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তিন দিন আগে মা–বাবা সন্তানের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন। গেম ছাড়া মানিয়ে নিতে না পেরে রিশেন্দ্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সম্প্রতি পাবজি গেমে আসক্তির আরও অনেক ঘটনা সামনে এসেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পাবজি গেম