
রাজপরিবারকে অপমানের মামলায় খালাস সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন
রাজপরিবারকে অপমানের অভিযোগে হওয়া মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিতর্কিত ধনকুবের থাকসিন সিনাওয়াত্রাকে খালাস দিয়েছে ব্যাংককের একটি আদালত।
বছর দশেক আগে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে লেসে মাজেস্তি আইনে এ মামলা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো।
বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের এই লেসে মাজেস্তি আইনে দেশের সবার জন্যেই রাজপরিবারকে হুমকি দেওয়া বা কোনোভাবে তাদের অবমাননা করা নিষিদ্ধ করা হয়েছে।
যদিও আইনটি প্রায়ই আন্দোলনকারী ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতেই ব্যবহৃত হয় বলে ভাষ্য সমালোচকদের।
এমন এক সময়ে থাকসিন এ মামলা থেকে খালাস পেলেন যখন তার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রা এমন এক আইনি জটিলতায় পড়েছেন, যা তার প্রধানমন্ত্রীর পদও কেড়ে নিতে পারে। পায়েতংতার্নের প্রধানমন্ত্রী পদ আপাতত স্থগিত আছে।
পায়েতংতার্নের বিরুদ্ধে মামলা কয়েক দশক ধরে থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা সিনাওয়াত্রা পরিবারকে জোর ধাক্কা দিয়েছিল, শুক্রবার থাকসিনের খালাস তাদের ও সমর্থকদের জন্য খানিক স্বস্তি নিয়ে এল।