You have reached your daily news limit

Please log in to continue


এশিয়া কাপে কেমন হলো পাকিস্তান দল, আধুনিক ক্রিকেট খেলতে পারবে তো

১২৫.৩৭ ও ১২৯.২২।

টি-টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের স্ট্রাইক রেট। প্রায় নিরীহ স্ট্রাইক রেটের কারণেই তারা টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপেও পাকিস্তান দলে সুযোগ পাননি।

আশ্চর্যজনক বিষয়, এই দুই সাবেক অধিনায়ককে বাদ দিয়ে যাঁর হাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সালমান আগার স্ট্রাইক রেট ১১৫.৮৫। পাকিস্তান ক্রিকেট বড়ই রহস্যময়!

তাহলে কেন বাদ পড়লেন বাবর ও রিজওয়ান? কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন? প্রায় দুই হাজার কিলোমিটার দূরে বসে ষড়যন্ত্র খোঁজার দরকার নেই। ক্রিকেটীয় ব্যাখ্যাই খোঁজা যাক।

নেই বাবর ও রিজওয়ান, তাতে কী!

বাবর ও রিজওয়ানের বাদ পড়ার মূল কারণ হতে পারে তাদের ব্যাটিং অর্ডার। দুজনেই টি-টোয়েন্টিতে টপ অর্ডারে ব্যাটিং করেন। ওপেন করতেই বেশি পছন্দ করেন। দুজন ওপেন করলে তিনে খেলেন ফখর জামান। কখনো কখনো ফখরকে ওপেনিংয়ে ঠেলে নিজেরাও কেউ ৩ নম্বরে আসতেন। বাবর ও রিজওয়ান না থাকায় পাকিস্তান দলে টপ অর্ডারে খেলছেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান।

সাইমকে পাকিস্তানের ‘নেক্সট বিগ থিং’ বলে ধরা হয়। এখনো সেরাটা দিতে পারেননি। তবে সময়ও ফুরিয়ে যায়নি, বয়স মাত্র ২৩। ৩৬ টি–টোয়েন্টি খেলা বাঁহাতি ১৩৭.১৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। বোঝাই যাচ্ছে, ব্যাটটা ভালোই চালাতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন