
ডিএনএ টেস্ট করলেই সত্য বেরিয়ে আসবে— দাবি ফয়সালের
আমির খানের পরিবারে অশান্তির খবর এখন বলিউডের অন্যতম আলোচনা। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, আমির খান ও তার পরিবারের নির্যাতনের শিকার নায়কের ভাই ফয়সাল খান। এরপর একে একে বিস্ফোরক অভিযোগ এনে বসেন ফয়সাল।
সম্প্রতি ফয়সাল দাবি করেন, ইরা, জুনেইদ ও আজাদ ছাড়াও আরও এক সন্তান রয়েছে আমির খানের। এ নিয়ে আলোচনা হলে আমিরের ভাই দাবি করেন, তার ডিএনএ পরীক্ষা করে প্রমাণ দেওয়ার।
ফয়সালের দাবি, রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে থেকেই জেসিকা হাইনস নামে এক সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। তাদের একটি পুত্রসন্তানও হয়। সেই সন্তানের নাম জান।
ফয়সালের আরও দাবি, জান যে আমিরেরই সন্তান, তার যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে। তাই প্রকাশ্যে আমিরকে ডিএনএ পরীক্ষা করানোর ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন ফয়সাল। তার বক্তব্য, ‘সাহস থাকে তো আমির ডিএনএ পরীক্ষা করে দেখাক।’
ফয়সাল বলেছেন, ‘সকলেই জানেন, জেসিকার সঙ্গে সম্পর্ক ছিল এবং ওদের একটি সন্তানও রয়েছে। আমির এটা অস্বীকার করতেই পারবে না। ডিএনএ পরীক্ষা করেই দেখুন না আপনারা! আমি যা যা বলছি, তার সব প্রমাণই আছে আমার কাছে। আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না!’
আমির যে সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না, তা নাকি নিজের চোখেই দেখেছেন তার ভাই। তিনি বলেছেন, ‘রিনার সঙ্গে যখন ওর বনিবনা হচ্ছিল না, তখন আমি ওর ধারের কাছেই ছিলাম। তারপর ওদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।’
- ট্যাগ:
- বিনোদন
- সন্তান
- ডিএনএ পরীক্ষা
- তথ্য গোপন
- আমির খান