রাকসু নির্বাচন: ২৪,৮৯২ জনকে নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ডেইলি স্টার প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১৫:৫১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় মোট ভোটার রয়েছেন ২৪,৮৯২ জন। গতকাল মঙ্গলবার রাতে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।


প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ১৫ হাজার ১৫১ জন (৬১ শতাংশ) ছাত্র এবং ৯ হাজার ৭৪১ (৩৯ শতাংশ) জন ছাত্রী। এ বছর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২২১ জন শিক্ষার্থী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। খসড়া তালিকার ৪৫৬ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।


ছাত্র ভোটারদের মধ্যে শেরেবাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আবদুল লতিফ হলে ৯৬০, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন ভোটার রয়েছেন।


ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন ভোটার রয়েছেন।


চূড়ান্ত ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও