বাংলাদেশে টাইফয়েড নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেগুলো হলো বিশুদ্ধ পানির অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবা কাঠামো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, দেশের ৯৭ শতাংশ মানুষের কাছে পানি সহজলভ্য। তবে সব উৎসের পানি বিশুদ্ধ নয়। মাত্র ৪০ শতাংশ জনগোষ্ঠী স্বাস্থ্যকর স্যানিটাইজেশন ব্যবহার করছে। মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বিশুদ্ধ পানি ব্যবহার করে না। অনিরাপদ পানির কারণে টাইফয়েডের মতো পানিবাহিত রোগের সংক্রমণ বাড়ছে।
ঋতুভেদে পানির প্রাপ্যতা ওঠানামা করে। বর্ষাকালে অতিবৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়। যার কারণে নিরাপদ পানির অভাব দেখা দেয়। এছাড়া শীতকালে পানির স্তর নিচে নেমে যায়। তাই পার্বত্য অঞ্চলগুলোয় বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দেয়।