শিশুদের ব্রঙ্কিওলাইটিস
দেশ রূপান্তর
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৬
ব্রঙ্কিওলাইটিস হলো শিশুদের ফুসফুসের খুব ছোট শ্বাসনালি (Bronchioles)-এর ভাইরাসজনিত সংক্রমণ। এতে শ্বাসনালি ফুলে যায় এবং ভেতরে কফ জমে, ফলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয়। এ রোগটি সাধারণত ২ বছরের কম বয়সী, বিশেষ করে ৬ মাসের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়।
কারণ
বেশিরভাগ ক্ষেত্রেই এটি ভাইরাসের কারণে হয়। যেমন RSV (Respiratory Syncytial Virus), সবচেয়ে সাধারণ কারণ রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও অ্যাডিনো ভাইরাস।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর স্বাস্থ্য সচেতনতা