কয়েকটি আলোচিত আইটেম গানে আবেদনময়ী পারফরম্যান্স ছাড়া বিনোদন–দুনিয়ায় বলার মতো খুব বেশি কিছু করেননি মালাইকা অরোরা। তবু তিনি খবরে থাকেন, বারবার চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তিজীবনের নানা বিষয়। প্রথমে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে খবরে থেকেছেন তিনি। তবে অন্তর্জালে তাঁকে নিয়ে ‘ঝড়’ বয়ে গেলেও নীরবতা বজায় রেখেছেন মালাইকা। এবার ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ, বিয়েসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
প্রথম বিয়ে ও ব্যক্তিগত জীবন
১৯৯৮ সালে মালাইকা বিয়ে করেন অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে। এর আগে পাঁচ বছর প্রেম করেছিলেন তাঁরা। বিয়ের প্রায় ১৮ বছর পর, ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তাঁদের ছেলে আরহানকে দুজনই দেখভাল করছেন। বিচ্ছেদের পর মালাইকা আলোচনায় আসেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। ২০১৯ সাল থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে গত বছর সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন। অর্জুন কাপুর এরই মধ্যে স্বীকার করেছেন, তিনি এখন সিঙ্গেল।
বিচ্ছেদ প্রসঙ্গে মালাইকা বলেন, ‘আমি চাইতাম, বিয়ে সারা জীবন টিকে থাকুক, কিন্তু তা হয়নি। তবে এর মানে এই নয় যে আমি ভালোবাসায় বিশ্বাস হারিয়েছি বা আমার সিদ্ধান্ত ভুল ছিল। জীবনে যা হওয়ার, তা–ই হয়েছে। অনেক চেষ্টার পরও আমরা বুঝে গিয়েছিলাম, আর এগোনো সম্ভব নয়।’
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে মালাইকা
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, ছোটবেলার নিজেকে কী পরামর্শ দিতেন? মালাইকা বলেন, ‘আমি আমার ছোটবেলার নিজেকে বলতাম, সময় নিয়ে বিয়ে করো। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। কিছু কাজ করো, জীবনকে একটু বোঝো, তারপর সেই বড় সিদ্ধান্তটা নাও। আমি যখন বিয়ে করি, তখন খুবই ছোট ছিলাম।’