You have reached your daily news limit

Please log in to continue


কত বেতন পান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক, বোনাস কত

প্রথম মৌসুমেই বার্সেলোনার সমর্থকদের মন জয় করেছেন হান্সি ফ্লিক। ফিরিয়ে এনেছেন দলের হারানো বিশ্বাস, উপহার দিয়েছেন শিরোপা। জার্মান এই কোচের হাত ধরেই ইউরোপের মঞ্চে আবারও শক্ত অবস্থান ফিরে পেতে শুরু করেছে বার্সেলোনা।

এর পুরস্কারও পেয়েছেন ফ্লিক। গত মৌসুম শেষেই তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন ফ্লিক।

কত বেতন পাচ্ছেন ফ্লিক

বিস্ময়করভাবে বিশ্বের বড় বড় কোচদের তুলনায় বার্সেলোনায় ফ্লিকের বেতন অনেক কম। অথচ বায়ার্ন মিউনিখকে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা জেতানো কোচ তিনি। তবে বার্সেলোনা তাঁকে পেয়েছে অনেক কম বেতনে। এমনকি আগের কোচ জাভির প্রায় অর্ধেক বেতনে তাঁকে কোচ হতে রাজি করিয়েছিল বার্সা। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ২০২৪ সালে যখন বার্সার সঙ্গে চুক্তি করেন ফ্লিক, তখন তাঁর বেতন ধরা হয়েছিল বছরে মাত্র ৩০ লাখ ইউরো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন