ফিরে এল সেই ১৫ অগাস্ট, কী করবে আওয়ামী লীগ?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৩১

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি ফিরে এল ভিন্ন আবহে।


তার বড় মেয়ে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসন আর শত শত আন্দোলনকারীকে হত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে আছেন ভারতে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে।


চব্বিশের জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে অংশ নেওয়ার অভিযোগে বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। শেখ হাসিনার মতই অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন আত্মগোপনে। একটি অংশ গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। কর্মীরা সব ছন্নছাড়া।


এর মধ্যেই বঙ্গবন্ধু হত্যার ৫০তম বার্ষিকী পালনে ফেইসবুকে কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এবং তাদের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন, তারা যেন শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্তির দিনে ‘মুজিববাদের কবর রচনার’ ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ১৫ অগাস্ট ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগ যেন সেখানে কোনো ধরনের ‘বিশৃঙ্খলা’ করতে না পারে, সেজন্য ৩২ নম্বরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


এর মধ্যে আওয়ামী লীগ সমর্থকদের বিভিন্ন ফেইসবুক পোস্টে ১৫ অগাস্ট কালো ফানুস ওড়ানোর ডাক আসে। সেই কারণ উল্লেখ না করেই ১৪ অগাস্ট রাত ১১টা থেকে ১৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগরে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও