লোডশেডিংয়ের সময় তাৎক্ষণিকভাবে বিকল্প বিদ্যুৎ সরবরাহ করে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) ব্যাটারি। বাল্ব, ফ্যান, কম্পিউটারসহ জরুরি যন্ত্র চালু রাখে বলে এর চাহিদা বাড়ছে দিনকে দিন। তবে অযত্ন, ভুল ব্যবহার, পরিবেশগত প্রভাব এবং রক্ষণাবেক্ষণের অভাবে আইপিএস ব্যাটারির কর্মক্ষমতা দ্রুত কমে যেতে পারে। ফলে ঘন ঘন নষ্ট হওয়া, মেরামতে বেশি খরচ হওয়া বা নতুন ব্যাটারি কেনার প্রয়োজন হয়। সঠিক রক্ষণাবেক্ষণ শুধু ব্যাটারির মেয়াদ বাড়ায় না, বরং অর্থ সাশ্রয় করে এবং হঠাৎ বিদ্যুৎ-বিভ্রাটের ঝুঁকি কমায়। তাই জেনে রাখুন আইপিএস ব্যাটারি দীর্ঘজীবী করার ৫টি কার্যকর পরামর্শ।
১. সঠিকভাবে ইনস্টল ও বায়ু চলাচল নিশ্চিত করুন
আইপিএস ব্যাটারি কোথায় বসাতে হবে, এটা অধিকাংশ মানুষ ভুল করেন। প্রথম কাজ হলো সঠিক জায়গায় ব্যাটারি স্থাপন করা। ভুলভাবে বসালে এটি বিদ্যুৎ হারাতে পারে, অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং এমনকি ক্ষতিগ্রস্তও হতে পারে।