এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

ডেইলি স্টার প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ০৯:১৩

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল বৃহস্পতিবার সকালে ১২ দিনের জন্য বাহরাইনে যাচ্ছে। সেখানে প্রশিক্ষণ ক্যাম্প করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সফরটি এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের আসন্ন বাছাইপর্বের প্রস্তুতির অংশ।


দেশ ছাড়ার আগে প্রায় দুই সপ্তাহ ঢাকায় অনুশীলন করেছেন তরুণ ফুটবলাররা। কোনো এএফসি প্রতিযোগিতার আগে প্রশিক্ষণ ও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য অনূর্ধ্ব-২৩ দলের প্রথম বিদেশ সফর এটি। মোট ২৫ জনকে নিয়ে হবে ক্যাম্প।


মূলত, বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার জন্য এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের তৈরি রাখতে চায় তারা। কারণ আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। দুটিতেই তারা লড়বে হংকংয়ের বিপক্ষে। প্রথমটি হবে ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে, পরেরটি ১৪ অক্টোবর প্রতিপক্ষের মাঠে।


ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচশেষে ইতোমধ্যে আবাহনী লিমিটেডের তিনজন খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলে যোগ দিয়েছেন। অন্যদিকে, বসুন্ধরা কিংসের রিমন হোসেন, মজিবুর রহমান জনি, মেহেদী হাসান শ্রাবণ ও কিউবা মিচেলের সরাসরি বাহরাইনে গিয়ে যুক্ত হওয়ার কথা। প্রতিপক্ষের ডেরায় চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে তারা অবস্থান করছেন কাতারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও