কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের হামালার লক্ষ্যবস্তু করার মাধ্যমে দখলদার শক্তির বিমানবাহিনী আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ করল। কারণ এই হামলার একমাত্র উদ্দেশ্য গাজায় যে গণহত্যা চলছে, তার তথ্য ও প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর পথ বন্ধ করা।”
“এবং শুধু তাই নয়, গাজা সম্পূর্ণ দখল করার যে দুরভিসন্ধীমূলক পরিকল্পনা দখলদার শক্তি নিয়েছে— সেই পরিকল্পনার বাস্তবায়নও শুরু হয়েছে এই সাংবাদিকদের হত্যার মাধ্যমে।”