ম্যাচের প্রথম পাঁচ মিনিটেই দুই দলের একটি করে গোল। জমজমাট এক ম্যাচের আভাস। কিন্তু কিসের কী! শুরুর সেই উত্তেজনা ক্রমেই গেল মিলিয়ে। এক পর্যায়ে ম্যাচ হয়ে উঠল একতরফা। অরল্যান্ডো সিটির দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ম্যাচটিতে ইন্টার মায়ামিকে ৪-১ গোলে উড়িয়ে দিল অরল্যান্ডো সিটি।
দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন অরল্যান্ডোর কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েল। দুটি গোলে সহায়তা ও একটি গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার মার্তিন ওহেদা।