জাতীয় পার্টিতে ‘গড়ার’ পালায় ফের ভাঙনের খেলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩৮

ভাঙা-গড়ার মধ্যেই এবার জাতীয় পার্টির দুটি অংশের নেতারা মিলিত হয়েছেন এক বিন্দুতে।


তবে সাবেক স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দলটিতে উত্তরসূরি তার ভাই জি এম কাদের ও তার অনুসারীরা বলছেন, তারাই ‘মূল’ দল।


‘ঐক্য সম্মেলন’ বলা হলেও আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে একীভূত হয়নি অন্য খণ্ডগুলো।


অর্থাৎ জাতীয় পার্টিতে ‘আনিসুল-রওশনপন্থি’ হিসেবে আরেক অংশের আবির্ভাব ঘটল। প্রথমবারের মতো ঐক্য প্রক্রিয়ার মধ্যে ষষ্ঠবারের মতো ভাঙন দেখল জাতীয় পার্টি।


আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করে বলেছেন, “২৮ জুন আপনি (জিএম কাদের) বলেছিলেন, আপনি কাউন্সিল করবেন। কাউন্সিল যদি করার ইচ্ছা থাকত, আজকে যেভাবে করা হয়েছে, এভাবেও তো কাউন্সিল করা যেত। কিন্তু তিনি যখন বুঝেছেন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি আর কাউন্সিল করেননি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও