চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে, যা বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে।
ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তিন দিনের সফরে থাকা বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিধি দলের সঙ্গে চীনের স্বাস্থ্যখাতের কর্মকর্তারা এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
শুক্রবার সফরের শেষ দিন প্রতিনিধি দল কুনমিং টংরেন হাসপাতাল ও কুনমিং আই হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও সেবা কার্যক্রম সরাসরি দেখেন।