You have reached your daily news limit

Please log in to continue


আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ: সিইসি

নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে তাই মানুষকে ভোটকেন্দ্র নিয়ে আসাই একটা বড় চ‍্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবল সব কিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন।”

শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কাজ করবে।”

এ সময় গত নির্বাচনে যেসব প্রিজাডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নাগরিকদের উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার বলেন, “ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়িত্ব; তেমনি ঈমানি দ্বায়িত্বও বটে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন