
সুন্দরী এই অভিনেত্রীকে চেনা যায়?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ২২:২৭
নিউজফিড স্ক্রল করতে করতে প্রথম দেখায় কারও বুঝতে বাকি থাকবে না, যে এটি একজন মানসিক ভারসাম্যহীন নারীর ছবি। পরক্ষণেই বোঝা গেল, জীর্ণ বেশে আবির্ভূত হওয়া এই নারী আদতে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।
বলা বাহুল্য, সামিরা খান মাহিকে এমন অবস্থায় দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। এই অভিনেত্রী দর্শকের মন জয় করেছেন অনেক আগেই। এবার সজ্জায় চরিত্রের গভীরে প্রবেশ করে যেন চমকেই দিলেন।
মুলত, ‘বকুল ফুল’ নামের একটি নাটকে এক ভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন মাহি। আর তারই কিছু ঝলক সামনে আসতেই আলোচনায় এই অভিনেত্রী। সেই নাটকে মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মাহি।
নাটকটি প্রচারের পর দর্শকমহলে তার অভিনয়-সজ্জা প্রশংসা পেয়েছে। তবে সামাজিক মাধ্যমে এই ছবিগুলো নিয়ে হাসির রোল পড়েছে বেশ।