‘এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে’, ছবি ও ভিডিও বিকৃতি প্রসঙ্গে মেহজাবীন

প্রথম আলো প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ২১:৫৮

তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে এবার সোচ্চার হলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি মনে করেন, তথ্যপ্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে অনেকে শুধু তারকাই নন, অনেকে নারীর ছবি ও ভিডিও বিকৃত করে প্রচার করছেন। এই শ্রেণির মানুষদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন মেহজাবীন।


এই অভিনেত্রী লিখেছেন, ‘প্রযুক্তি আজ আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিকগুলো নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিকটা আর অস্বীকার করার সুযোগ নেই। এআই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। কিন্তু এটা যখন ভুল মানুষের হাতে পড়ে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।’


বর্তমান সময়ে অনেকেই এআই ব্যবহার করছেন। এর মধ্যে দিয়ে বিকৃত ছবি বা ভিডিও তৈরি করে ছোট করছেন। এই নিয়ে মেহজাবীন লিখেছেন, ‘অনেকেই এখন এআই ব্যবহার করে সেলিব্রিটিদের বা নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে। এগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে, আর যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে, অপমান করে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও