হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
প্রথম আলো
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ২২:১৯
বিএনপি ক্ষমতায় গেলে শুধু শেখ হাসিনা নয়, ১৪ দলেরও বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমরা হাসিনার বিচার না করলে কারা বিচার করবে? তাদের বিচার হবে, বিচারের রায়ের পর জনগণের মধ্যে সংশয় থাকবে না।’
আজ বুধবার বিকেলে জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র–জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন হলে বিচার করা আরও সহজ হবে। তাঁরা দেশে আসুক বা না আসুক, অপরাধীর বিচার করতে অসুবিধা নাই।’ তিনি আরও বলেন, ‘শুধু হাসিনার বিচার হবে কেন? হাসিনার সঙ্গে যে আরও ১৪টি দল রয়েছে, তাদেরও বিচার করা হবে। বিচার একটি চলমান প্রক্রিয়া। বিচার বিচারের মতো চলবে প্রশাসন ও আদালতের মাধ্যমে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে