নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্যের মন খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন।
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি শেষে এক পথসভায় তিনি একথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূস সাহেব বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। তিনি তার কথা রেখেছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, প্রকৃত অর্থে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম। এই আন্দোলনে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছেন। এই আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে। এক ধরণের উপদেষ্টা তারা বলার চেষ্টা করছেন যে তারা ৫ বছরের জন্য এখানে এসেছেন। কেউ কেউ বলার চেষ্টা করেছেন ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার চলুক। আর নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নাই। তাদের কারও কারও মতে রাজনৈতিক দলসমূহ এই দেশকে ধ্বংস করেছে।