জুলাই অভ্যুত্থানে নারী

যুগান্তর মিতা রহমান প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১১:৪৪

ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিটি স্তরেই নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার উৎস। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় ‘অসীম শক্তিধর’ আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর তাক করা অস্ত্র-গুলির সামনে তেজোদীপ্ত-সাহসী নারীরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসাবে কাজ করেছিল। তারা সন্তানদের পাশে এসে দাঁড়ান অকুতোভয় সৈনিকের মতো। ৩৬ দিনের আন্দোলনে এসব সাহসী বীর নারীর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই।


মৃত্যুভয় উপেক্ষা করে দেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী শাসন চিরতরে মুছে দিতে জীবন বাজি রেখে রাত-দিন রাজপথে ছিল আমাদের দেশের সংগ্রামী নারী সমাজ। আন্দোলন-সংগ্রামে পাবলিক ও প্রাইভেট-সব বিশ্ববিদ্যালয় থেকে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। কেউ নারী বা পুরুষ পরিচয় নিয়ে তখন মাঠে নামেনি। মাঠে নেমেছিল দীর্ঘদিন জাতির ঘাড়ে বসে থাকা ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে। সবাই ভেবেছিল একটা দেশের সরকার কীভাবে তার নাগরিকদের নির্বিচারে হত্যা করছিল। তাই তো তারা তাদের ভাই, বাবার এমনকি সন্তানের ভবিষ্যতের জন্য রাজপথে নেমে এসেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও