You have reached your daily news limit

Please log in to continue


এনসিপির ২৪ দফা ইশতেহার: ‘দ্বিতীয় রিপাবলিকে’ যা করতে চায় তারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে তাদের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। গতকাল রোববার সমাবেশ থেকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন, যেখানে ‘দ্বিতীয় রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মতো বিষয়গুলো রয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় সমাবেশে দলের সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা-কর্মীরা ছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও সমাবেশে যোগ দেন।

ইশতেহার ঘোষণার আগে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, ‘গত বছর এই শহীদ মিনার থেকেই আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের ঐতিহাসিক এক দফা ঘোষণা করেছিলাম। এই এক দফা কোনো ব্যক্তি, দল বা সংগঠনের ঘোষণা ছিল না; এটি ছিল বাংলাদেশের জনগণ, অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহীদ ভাই-বোনদের পক্ষ থেকে ঘোষিত।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন