জামালদের ক্যাম্প শুরু ১৩ আগস্ট

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৫, ২১:৪০

এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর বাংলাদেশের ফুটবলাররা অবসর সময় কাটাচ্ছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। ঘরোয়া ফুটবল শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। তবে এর আগে ঝাঁপিয়ে পড়তে হবে জাতীয় দলের ব্যস্ততার জন্য।


সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ আগস্ট ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। মূলত জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের ব্যস্ততা একই সময়ে। বাফুফে তাই দুটি দলকে পর্যবেক্ষণের জন্য দুটি উপকমিটি গঠন করেছে। অনূর্ধ্ব-২৩ দলের জন্য রাখা হয়েছে বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কানন ও শাহাদাত হোসেনকে। আর জাতীয় দলের পর্যবেক্ষণে থাকবেন আমিরুল ইসলাম বাবু, ইমতিয়াজ হামিদ সবুজ ও মুকিতুর রহমান। সেখানে বলা হয়, জাতীয় দলের ক্যাম্প ১৩ আগস্ট থেকে।


কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই উইন্ডোতে অবশ্য র‍্যাঙ্কিংয়ের আরও ওপরে থাকা দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। বেশ কয়েকটি দেশের কাছ থেকে প্রস্তাবও পায়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষায় শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে জাতীয় দলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বাফুফে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও