১৫ বছর আগে একটি পরিসংখ্যান আমির খানকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল। ভারতে মাত্র ২ থেকে ৩ শতাংশ দর্শক হলে গিয়ে সিনেমা দেখেন। বাদবাকি বিপুল সংখ্যক দর্শকের কাছে কীভাবে সিনেমা পৌঁছে দেওয়া যায়, সেটাই ছিল আমিরের প্রধান চিন্তা। ভাবতে ভাবতে তিনি একটি উপায় বের করে ফেলেছেন। আমির সিদ্ধান্ত নিয়েছেন, প্রেক্ষাগৃহে চলার পর নিজের সিনেমা তিনি মুক্তি দেবেন ইউটিউবে।
এতে যে সব অঞ্চলে সিনেমা হল নেই, কিংবা যারা হলে যেতে অপারগ; তাদের কাছেও সিনেমা পৌঁছে যাবে। কারণ, ইউটিউব এখন প্রায় প্রত্যেকের ডিভাইসে থাকে। আমিরের তথ্যমতে, ভারতে প্রতিদিন প্রায় ৫৫ কোটি মানুষ ইউটিউবে ভিজিট করে। এরইমধ্যে ‘আমির খান টকিজ’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন তিনি। এ চ্যানেলের ট্যাগলাইন ‘জনতার থিয়েটার’।