
মাসে শত কোটি ডলার আয় করছে ওপেনএআই
এ বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির বার্ষিক আয় প্রায় দ্বিগুণ করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। বছরে প্রায় এক হাজার দুইশো কোটি ডলার আয় করছে কোম্পানিটি। প্রতি মাসে এ আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় একশ কোটি ডলার।
এক সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য প্রতিবেদনে লিখেছে আমেরিকান প্রযুক্তি ও ব্যবসায়িক প্রকাশনা ইনফরমেশন।
তবে এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি রয়টার্স। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।
প্রতিবেদনে ইনফরমেশন লিখেছে, ওপেনএআইয়ের আয়ের পরিসংখ্যান থেকে ইঙ্গিত মেলে প্রতি মাসে প্রায় একশ কোটি ডলার আয় করছে তারা। সাধারণ ব্যবহারকারী ও ব্যবসায়িক উভয় গ্রাহকই ব্যবহার করছে কোম্পানিটির তৈরি এআই চ্যাটবট চ্যাটজিপিটি, যার সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭০ কোটি।
২০২৫ সালের জন্য নিজেদের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ যাকে ‘ক্যাশ বার্ন’ বলা হয় সেটিও বাড়িয়ে প্রায় আটশ কোটি ডলার করেছে মাইক্রোসফটসমর্থিত কোম্পানিটি, যা বছরের শুরুতে পূর্বাভাস দেওয়া পরিমাণের চেয়ে একশ কোটি ডলারেরও বেশি বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
মার্কিন প্রকাশনাটি আরও লিখেছে, ওপেনএআই এখন তিন হাজার কোটি ডলার অর্থ সংগ্রহ পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে। এ ধাপে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে ‘সিকোইয়া ক্যাপিটাল’ ও ‘টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট’-এর মতো দুটি বড় শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান।