বিকারগ্রস্ত এক ভয়ংকর খুনিকে কি ধরতে পারবেন লীনা

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ২০:৫৭

এক নৃশংস খুনের ঘটনা ঘটেছে। খুনি শুধু খুন করেই ক্ষান্ত হননি, কেটে নিয়েছেন হতভাগ্য তরুণীর মাথা। মেয়েটির নাম এশা (পূজা ক্রুজ)। তিনি ছিলেন নার্সিং কলেজের ছাত্রী। এশার মৃতদেহটা যেদিন খুঁজে পায় পুলিশ, সেদিনই গোয়েন্দা বিভাগ থেকে মফস্‌সলের ওই থানায় বদলি হয়ে আসেন লীনা (আজমেরী হক বাঁধন)। এসেই জটিল এই হত্যা-রহস্যের মুখোমুখি হন। ক্লু ধরে রহস্যের জট খুলতে মাঠে নামেন লীনা।


শুরুতে জানা যায়, ৩৯ বার স্ক্রু দিয়ে হার্টে আঘাত করে এশাকে হত্যা করা হয়েছে। মূল সন্দেহভাজন আবার মোটর মেকানিক। তবে যাঁদের দিকে সন্দেহের তির, তাঁরাই কি প্রকৃত খুনি? নাকি ঘটনার পেছনে রয়েছে মনোবিকারগ্রস্ত ভয়ংকর এক ঠান্ডা মাথার খুনি? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে সানি সানোয়ারের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। গত পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয় সিনেমাটি। আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে পুলিশি তদন্ত–ঘরানার সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও