বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী ১০২ জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তারা সবাই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।