
সচিব বিদেশ সফর শেষে ফিরবেন ৩ আগস্ট, অবসর ৪ আগস্ট
প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন করে অবসরের কয়েকদিন আগে পদের তুলনায় 'কম গুরুত্বপূর্ণ' অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ সফরে যাওয়ার অভিযোগ উঠেছে সমাজকল্যাণ সচিব মো. মহিউদ্দিনের বিরুদ্ধে।
মহিউদ্দিন আগামী ৩ আগস্ট দেশে ফিরবেন এবং ৪ আগস্ট তার শেষ কর্মদিবস। এরপর তিনি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, ২৬ জুলাই সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।
'সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট' শীর্ষক এক অনুষ্ঠানে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সফরের ব্যয় বহন করছে বিশ্বব্যাংক।
প্রতিনিধি দলে আরও রয়েছেন, অতিরিক্ত সচিব নারগিস খানম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, যুগ্মসচিব মো. নাজমুল আহসান এবং সমাজসেবা অধিদপ্তরের আইএসও প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ডিসেম্বরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক নির্দেশনা জারি করা হয়, যেখানে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর নিয়ম আরোপ করা হয়। এতে বলা হয়, জাতীয় স্বার্থে একান্ত প্রয়োজনীয় না হলে মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভাগ বা সংস্থার প্রধানরা একসঙ্গে বিদেশ সফর করবেন না।