নির্বাচন নিয়ে কী হচ্ছে বিসিবিতে? পরিচালক হচ্ছেন কারা?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৯:১২

বিসিবির দৃশ্যপট বদলে গেছে। এক সময় মনে হচ্ছিল- হয় ফারুক আহমেদ না হয় তামিম ইকবাল কিংবা কুতুবউদ্দীন আহমেদের কেউ হবেন বিসিবির নির্বাচিত নতুন সভাপতি; কিন্তু হঠাৎ এক ঝড়ের ঝাপটায় সভাপতি হওয়া বহুদূরে, বিসিবি থেকেই ছিটকে পড়েছেন ফারুক আহমেদ। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।


এখন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলামই (Aminul Islam Bulbul) বিসিবি প্রধান। তার অধীনে পরিচালিত হচ্ছে বিসিবি (BCB) কার্যক্রম। প্রশ্ন হচ্ছে, বুলবুল কতদিন সভাপতি (BCB President) পদে থাকবেন? ফারুক আহমেদের মতো বুলবুলও কী নির্বাচন করার কথা ভাবছেন? ফারুকের মতো পরে বিসিবি প্রধান হওয়ার স্বপ্ন নিয়ে বিসিবিতে নির্বাচনের কথা ভাবছেন বুলবুল?


নাকি অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পাওয়া বুলবুল বিসিবি নির্বাচনের আগ পর্যন্তই দায়িত্ব পালন করবেন? এখন বুলবুলের নেতৃত্বে যে ১০ জনের বোর্ড আছে? সেই বোর্ডই কি আগামী অক্টোবরে নির্ধারিত নির্বাচন পর্যন্ত থাকবে? নাকি এ কমিটির মেয়াদকাল বাড়ানো হবে? নাকি বুলবুলকে প্রধান করে নতুন আহ্বায়ক করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া হবে? তারপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিসিবি নির্বাচন হবে? যদি তাই হয়, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের আগের সময়টাও কী তাহলে বুলবুলের নেতৃত্বেই বিসিবি পরিচালিত হবে?


ক্লাব পাড়ায় নানান গুঞ্জন। ক্রিকেট অঙ্গনে অনেক প্রশ্ন উঁকি ঝুঁকি দিচ্ছে। যার পরতে পরতে নানান হিসাব-নিকাশ, সমীকরণ। এসব কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজতেই মূলত এ প্রতিবেদন।


প্রথমেই বলে নেওয়া দরকার, আমিনুল ইসলাম বুলবুল ব্যক্তিগত জীবনে নির্ঝঞ্ঝাট একজন মানুষ। তার ওপর একযুগের বেশি সময় কাজ করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে। নিয়ম, শৃঙ্খলা, পেশাদারত্ব তার ব্যক্তি ও প্রাত্যহিক জীবনের সঙ্গী। সেটা তার দায়িত্বপ্রাপ্তির পর থেকেই দৃশ্যমান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও