
এবার বার্সার নজরে আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা হেসুস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৫৬
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে মার্কাস রাশফোর্ডকে নিয়ে এরই মধ্যে দল ভারি করেছে বার্সেলোনা। শুধু তাই নয়, বার্সার ইয়ুথ একাডেমির ফুটবলার, ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজ, এফসি কোপেনহেগেন থেকে নেয়া ১৯ বছর বয়সী সুইডেনের রুনি বার্ডজিকে নিয়ে আক্রমণভাগকে বেশ ধারালো করে ফেলেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
তবে এটুকুকে যথেষ্ট মনে করছেন না ফ্লিক। তিনি এবার নজর দিয়েছেন এক ব্রাজিলিয়ান তারকার দিকে। আর্সেনালে (Arsenal) অনেকটাই ব্রাত্য হয়ে পড়া গ্যাব্রিয়েল হেসুসকে (Gabriel Jesus) দলে নিতে চায় বার্সা। কারণ, ফ্লিকের লক্ষ্য বার্সার (FC Barcelona) আক্রমণভাগকে আরও শক্তিশালী করে গড়ে তোলা।
- ট্যাগ:
- খেলা
- ম্যানচেস্টার ইউনাইটেড