প্রত্যাশা ও প্রাপ্তির বৈপরীত্য

www.ajkerpatrika.com মযহারুল ইসলাম বাবলা প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৯:২০

চব্বিশের ৫ আগস্ট সেনাবাহিনীর নিষ্ক্রিয় অবস্থান গ্রহণ অর্থাৎ, ক্ষমতায় থাকা সরকারের নির্দেশ অমান্যের ফলে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে বিগত সরকার ক্ষমতাচ্যুত হয়। ত্যাগ-আত্মত্যাগের পর সরকার বদলে ভিন্ন কোনো ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে কি? না, হয়নি—সেটা আমরা গত প্রায় এক বছরের অভিজ্ঞতায় নিশ্চিতভাবে বলতে পারি। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন নিশ্চয়ই যৌক্তিক ছিল বলেই আপামর জনগণ তাতে সমর্থন করেছিল।


কিন্তু একটি নিরীহ কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের এক দফায় পরিণত হলো কীভাবে? এই আন্দোলনে সরকারের পতন ঘটবে—এটা সরকার এবং দেশের আপামর জনগণের চিন্তা-ভাবনায় মোটেও আসেনি। স্বীকার করতে হবে, বিগত সরকারপ্রধানের বেফাঁস বক্তব্য এবং ছাত্রলীগের মাস্তানদের আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ফলেই আন্দোলনের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছিল। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন, একটি ‘ম্যাটিকুলাস ডিজাইন’-এর মাধ্যমে এই আন্দোলন সফল পরিণতি লাভ করেছে। সেই ম্যাটিকুলাস ডিজাইন বাস্তবায়নে আন্দোলনকারী নেতৃত্ব সফল হয়েছিল। আর এটা বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালনকারী জনৈক মাহফুজ আলমকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আমেরিকায় প্রকাশ্যে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও