
ভারতের কোচ হতে আবেদন করেছেন গার্দিওলাও, ফেডারেশন বলল ‘ভুয়া’
ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তাঁর মতো আগ্রহী সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও। দুই স্প্যানিশ কোচের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
তবে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এআইএফএফ। ফেডারেশন তাঁদের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে।
চলতি মাসের শুরুতে মানোলা মার্কেজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় দলের একজন পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে জানান, যাঁরা কোচ হতে আবেদন করেছেন, তাঁদের মধ্যে জাভি হার্নান্দেজও আছেন। জাভি গত বছর বার্সেলোনা ছাড়ার পর থেকে কাজের বাইরে আছেন। তবে জাভির মতো উঁচু পর্যায়ের একজনকে কোচ করার মতো আর্থিক সংগতি নেই বলে আবেদনটি বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি।
শনিবার ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এআইএফএফ। বিবৃতিতে জানানো হয়, জাভির পাশাপাশি পেপ গার্দিওলার নামেও আবেদনপত্র এসেছে। গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল কোচ
- পেপ গার্দিওলা