সংস্কার সংলাপে নিষ্পত্তির কী বাকি থাকল, কবে জুলাই সনদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৯:৩৯

জুলাই মাস শেষ আসছে, রাষ্ট্র সংস্কারের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠকে কিছু বিষয় নিষ্পত্তি হলেও বাকি রয়ে গেছে আরও কয়েকটি।


রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা শেষে ৩১ জুলাই চুড়ান্ত জাতীয় সনদ প্রকাশ করার অঙ্গীকার রয়েছে ঐকমত্য কমিশনের, যার আলোকে আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে।


গত ২ জুন থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া দ্বিতীয় দফা সংলাপে ১৮টি বৈঠকে মোট ১৭টি মৌলিক বিষয় উত্থাপন করা হয়েছে।


প্রায় দুই মাস ধরে আলোচনা চালিয়েও সাতটি বিষয়ে এখনো ঐকমত্যে আসতে পারেনি দলগুলো। এর সঙ্গে আরও কয়েকটি বিষয় যোগ হওয়ার কথা বলেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।


কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আলোচনায় নেতাদের মতামতকে প্রধান্য দিয়ে একটি যৌক্তিক জায়গায় পৌঁছানোই কমিশনের লক্ষ্য।


জুলাই সনদে কী থাকছে জানতে চাইলে বদিউল আলম বলন, প্রথম ধাপের আলোচনায় যেসব বিষয় রয়েছে এবং দ্বিতীয় ধাপে মৌলিক যেসব বিষয়ে সুরাহা হয়েছে সব জুলাই সনদে যুক্ত হবে।


দলগুলোর সঙ্গে আলোচনায় ঐকমত্যে পৌঁছলে এ মাসেই সব কিছু চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বলে তুলে ধরেন তিনি।


জানতে চাইলে ঐকমত্য কমিশনের এ সদস্য বলেন, “ঐকমত্য এ মাসে আর জুলাই সনদে স্বাক্ষর হয়ত অগাস্ট মাসের প্রথমে।”


গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কারের প্রস্তাব দেওয়ার জন্য দুই ধাপে গঠন করা হয় ১১টি সংস্কার কমিশন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও